পর্দার বাইরেও এমন বহু কাজ করেছেন শাহরুখ, যা পরবর্তী সময়ে তার প্রতি অনুরাগীদের ভালোবাসা আর সম্মান দুটোই বাড়িয়েছে। সম্প্রতি এমনই এক ঘটনার কথা প্রকাশ করেছেন প্রয়াত নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেণু চোপড়া।
রেণুর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, কীভাবে তাদের পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ। তার ছেলে সিদ্ধার্থের পরিচালিত প্রথম সিনেমা ‘ইত্তেফাক’-এর প্রযোজক হতে এককথায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি।
ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি শাহরুখ, এমনকি পড়েনওনি! শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার ওপর সুদ নিতেও অস্বীকার করেছিলেন তিনি।
শাহরুখ এর মধ্যে ব্যাপারটি ভুলে গিয়েছিল। রেণু আবার ফোন করলে সে তার বাসায় আসে। ছবির কথা শুনে রাজি হন। টাকা বিনিয়োগ করেন। ছবি শেষে বিনিয়োগ করা টাকা ফেরত দিতে গেলে শাহরুখ নিতে রাজি হননি। শাহরুখ বলেছিল, ‘সুদের টাকা নিতে পারব না। ওটা হারাম।’