সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী ‘রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে’ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বললেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ দেশে ভ্যাট নিবন্ধনের আওতায় পৌনে ৮ লাখ প্রতিষ্ঠান দেশের প্রধানমন্ত্রী হয়েও নিজেই আতিথেয়তা করেন খালেদা জিয়া : হামিন আহমেদ প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে তারেক রহমানের ধন্যবাদ মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন সময়সূচি ঘোষণা শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ‘আজই এনআইডি পাবেন তারেক রহমান’

১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

নতুন বছরের শুরুতেই দেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে দিতে বড় সাফল্য দেখিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি জানিয়েছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তরের শতভাগ বই বিতরণ শেষ করার পর এবার মাধ্যমিক স্তরের (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) অবশিষ্ট সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস. এম. আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বই মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত তথ্য অনুযায়ী চলতি শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত সর্বমোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪ কপি পাঠ্যপুস্তকের মধ্যে ৩ জানুয়ারি পর্যন্ত গড়ে ৮৪.৭৮ শতাংশ বই সরবরাহ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যেই মাধ্যমিক স্তরের অবশিষ্ট সকল বই সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক স্তরে শতভাগ সাফল্য

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের জন্য নির্ধারিত ৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৮৮০ কপি পাঠ্যপুস্তক ইতোমধ্যে শতভাগ মুদ্রণ ও বিতরণ সম্পন্ন হয়েছে। মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসব বই পৌঁছে দেওয়া হয়েছিল, যার ফলে ১ জানুয়ারি ‘বই উৎসব’ এর মাধ্যমে প্রাথমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফিরেছে।

এছাড়া, ইবতেদায়ি ও ব্রেইল পদ্ধতির বই সরবরাহ কার্যক্রমও প্রায় শতভাগের কাছাকাছি বলে জানিয়েছে এনসিটিবি।

মাধ্যমিক স্তরের অগ্রগতি

এনসিটিবি জানায়, মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম শ্রেণি) ও ইবতেদায়ি স্তরের জন্য নির্ধারিত ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৭৪ কপি বইয়ের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই স্তরের ৮৮.৫০ শতাংশ বইয়ের মুদ্রণ এবং ৮১.৬০ শতাংশ বইয়ের প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত গড়ে ৭৮.৬৯ শতাংশ বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।

এর মধ্যে শ্রেণিভিত্তিক সরবরাহের তথ্য অনুযায়ী, ইবতেদায়ি স্তরের ৯৬.১৬ শতাংশ, ৯ম শ্রেণির ৮৭.৯৬ শতাংশ এবং ৬ষ্ঠ শ্রেণির ৮৫.৬১ শতাংশ বই সরবরাহ হয়েছে। তবে, ৭ম ও ৮ম শ্রেণির সরবরাহ যথাক্রমে ৬৮.৬৯ শতাংশ ও ৫৪.৭৬ শতাংশ পর্যায়ে রয়েছে, যা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।

অনলাইন সংস্করণ ও সময়সীমা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুবিধার্থে এনসিটিবি-র ওয়েবসাইটে (www.nctb.gov.bd) গত ২৮ ডিসেম্বর থেকে সকল স্তরের ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ আপলোড করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মেয়াদ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও নিবিড় তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ১৫ জানুয়ারির মধ্যে মাধ্যমিক ও কারিগরি স্তরের অবশিষ্ট সকল বই সরবরাহ নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর