শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাইয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে : সালাহউদ্দিন আহমদ অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা ভুল ছিল: প্রেস সচিব নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয় ৫ আগস্ট দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করেছেন খামেনি অপরাধী যত বড়ই হোক, ‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয় : রিজভী ‘মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা’ ‘এখন আর যুদ্ধবিরতির প্রস্তাবের প্রয়োজন নেই’ ইরানের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন : উপদেষ্টা ফারুক-ই-আজম ইরান ও ইসরাইলের মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা আজ থেকে চালু হচ্ছে গুগল পে, থাকছে যেসব সুবিধা ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে ইসরায়েল’, মুখ ফসকে বলে ফেললেন মার্কিন দূত

আগে-পরে যাওয়া নিয়ে ঢাবিতে মারামারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের (সেন্ট্রাল লাইব্রেরি) বাথরুমে আগে-পরে যাওয়া নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। মারামারিতে আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মারামারির ঘটনায় জড়িত দুই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ইমন খান ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বাবর।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানিয়েছেন, আহত ইমন গ্রন্থাগারের বাথরুমের লাইনে দাঁড়িয়ে ছিলেন। তখন ইমনকে ডিঙ্গিয়ে তার সিনিয়র বাবর বাথরুমে যেতে চাইলে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়। ওই সময় ইমনের নাক ফাটিয়ে দেন বাবর। ইমনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ইমন বলেছেন, ‘কেন্দ্রীয় গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী যিনি আগে বাথরুমের গেটে আসবেন, তিনিই আগে যাবেন। কিন্তু সিনিয়র এক ভাই আমার পরে গেটে এসে আমার আগেই বাথরুমে তাড়াহুড়ো করে ঢুকে পড়েন। এটা নিয়ে আমি কথা বললে তিনি কোনো উত্তর না দিয়ে আমাকে মেরে কান ফাটিয়ে দিয়েছেন। আমার দাঁতেও আঘাত পেয়েছি। আমি বর্তমানে ঢামেকে চিকিৎসা নিচ্ছি।’

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বাবরের বক্তব্য পাওয়া যায়নি।

এমন অপ্রীতিকর ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সী বলেছেন, মারামারির বিষয়ে শুনেছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা জরুরি। ঘটনাটি বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর