যে বই আমার একটি ফিচার আছে। ২০১৮ সালের গল্প। তখন আমি ‘নতুন সময় ডট কম’ নামে একটি অনলাইন গণমাধ্যমে কাজ করি। এরআগে উল্লেখ করার মত কোনো অনলাইন সংবাদ মাধ্যমে আমার কাজ করা হয়নি। তবে আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করেছিলাম। দৈনিক বর্তমান তার মধ্যে উল্লেখযোগ্য। বর্তমান ছাড়ার পর আমি ‘নতুন সময় ডট কম’ এ কাজ শুরু করি। সেখানে আমার সহকর্মীদের মধ্যে একজন ছিলেন, আশিস বিশ্বাস দাদা। তিনি আউটপুট এডিটর ছিলেন ।
দীর্ঘ সাত বছর পর এবারের একুশের বই মেলায় এসেছে তার লেখা সেই বইটি। বইয়ের নাম দিয়েছেন ‘অনলাইন সাংবাদিকতা অনলাইন সংবাদমাধ্যম’। নতুন যারা অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করবেন বইটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা সাংবাদিকতায় পড়াশোনা করছেন, বইটি তাদেরও কাজে আসবে।
প্রচার মাধ্যমে কাজ করলেও দাদা একজন প্রচারবিমুখ ব্যক্তি। তিনি বই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের আগ্রহ দেখাননি। তবে দুই-একটি অনলাইন সংবাদমাধ্যম তার বই নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
আশ্চর্যের বিষয় হচ্ছে, আশিস দা তার বইয়ে আমার লেখা একটি ফিচার প্রকাশ করেছেন। ‘শিশুসন্তান নিয়ে শিক্ষক আন্দোলনে মা’ শিরোনামে মানবিক ফিচারটি ২০১৮ সালের ১৪ জানুয়ারি নতুন সময় ডটকমে প্রকাশ পেয়েছিল। এছাড়া আরোও কয়েকটি মানবিক ফিচারেরও উদহারণ তিনি বই দিয়েছেন। যারা অনলাইন সাংবাদিকতা করতে চান, তাদের বইটি পড়া উচিত বলে আমি মনে করি।
লেখক :
স্টাফ রিপোর্টার : দৈনিক আলোকিত বাংলাদেশ।