দেশপ্রেম নিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, স্বাধীনতা যুদ্ধের কার কী ভূমিকা ছিল তা সবাই জানে। দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভি বলেন, শুধু জুলাই-আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত সাড়ে ১৫ বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের সবার হত্যারকারীর বিচার হতে হবে।
তিনি আরও বলেন, পাঠ্যবইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসার যোগ্য। তবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।