রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী ‘রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে’ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বললেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ দেশে ভ্যাট নিবন্ধনের আওতায় পৌনে ৮ লাখ প্রতিষ্ঠান দেশের প্রধানমন্ত্রী হয়েও নিজেই আতিথেয়তা করেন খালেদা জিয়া : হামিন আহমেদ প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে তারেক রহমানের ধন্যবাদ মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন সময়সূচি ঘোষণা শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ‘আজই এনআইডি পাবেন তারেক রহমান’

চুমুর দৃশ্যে অভিনয় করতে চান না প্রিয়ামণি

বিনোদন রিপোর্ট
আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ন

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ামণি। তার পুরো নাম প্রিয়া বসুদেব মণি আইয়ার। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু কখনো তাকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। কেনো এই দৃশ্য এড়িয়ে গেছেন এই অভিনেত্রী?

‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজেও প্রিয়ামণির অভিনয় খুব প্রশংসিত হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করেছেন প্রিয়ামণি। সেই উপলক্ষ্যেই এক সাক্ষাৎকারে পর্দায় নিজের ‘নো কিস পলিসি’ নিয়ে মুখ খুলেছেন প্রিয়ামণি।

সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কারণ। প্রিয়ামণি বলেন, ‘আমি অনস্ক্রিনে চুমুর দৃশ্যে অভিনয় করব না। আমি জানি এটি শুধু অভিনয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এর উপযুক্ত নই। পর্দায় অন্য পুরুষকে চুম্বন করতে হলে আমাকে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে। তাই আমি গালে চুম্বন ছাড়া আর কিছুতেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। এমন অনেক প্রজেক্ট ছিল যেগুলোতে এ ধরনের দৃশ্য রয়েছে, কিন্তু আমি স্পষ্ট না করে দিয়েছি। আমি আমার পরিবারকে কোনো রকম প্রশ্ন করতে দেব না।’

ব্যক্তিগত জীবনে ২০১৭ সালের ২৩ অগস্ট মুস্তফা রাজ নামের একজন ব্যবসায়ীকে বিয়ে করেন প্রিয়ামণি। তাদের দুই সন্তানও রয়েছে। আর তারপর থেকেই পর্দায় ‘নো কিস পলিসি’ নিয়েছেন অভিনেত্রী। তার কথায়, একে অপরের সঙ্গে যখন আমাদের দেখা হয়, সম্পর্ক তৈরি হয়, তার আগে পর্যন্ত অভিনয় করতে গিয়ে কখনও কাউকে চুমু খেতে হয়নি। আর তারপর পর্দায় চুমুতে আমি আপত্তি জানিয়েছি।

অভিনয় ক্যারিয়ারে প্রিয়ামণির পরিবারের যেমন সমর্থন রয়েছেন, তেমনি বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনও তাকে উৎসাহ দিয়ে থাকেন। তারা তার অভিনীত সিনেমা দেখেন। সুতরাং তিনি চান না তার পরিবার কোনো বিশ্রী পরিস্থিতিতে পড়ুক।

প্রিয়ামণি বলেন, ‘‘আমি জানি, আমার কোনো সিনেমা মুক্তি পেলে দুই পরিবারই দেখবে। তারাও জানে অভিনেত্রী হিসেবে এটি আমার কাজ। কিন্তু আমি চাই না তারা আঁতকে উঠুক। আমি চাই না, আমার শ্বশরবাড়ির লোকজন বলুক— ‘বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে? কেন কেউ একজন তার হাত ধরছে?’ তারা কখনো এসব কিছু বলেননি। কিন্তু এটি আমার সিদ্ধান্ত।’’

২০০৩ সালে তেলেগু চলচ্চিত্র ‘ইভারে আতাগাডু’ দিয়ে অভিষেক ঘটে প্রিয়ামণির। ২০০৭ সালে রোমান্টিক ড্রামা ‘পারুথিবীরান’ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন।

এরপর মণি রত্নমের ‘রাবণ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন প্রিয়ামণি এবং শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’ চলচ্চিত্রে তার আইটেম নম্বর ‘ওয়ান-টু-থ্রি-ফোর, গেট অন দ্য ড্যান্স ফ্লোর’ দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি মনোজ বাজপাইয়ের ‘দ্য ফেমেলি ম্যান’ সিরিজেও দেখা গেছে অভিনেত্রীকে। আগামীতে অভিনেত্রীকে বলিউড চলচ্চিত্র ‘ময়দান’ ও ‘জওয়ান’-এ দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর