দুর্নীতির একাধিক মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর বিশেষ জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন।
তিনি জানান, এর আগে গত ১৮ সেপ্টেম্বর আদালতে রেড নোটিশ জারির আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত রেড নোটিশ জারির নির্দেশ দেন, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হবে।
২০১৮-২০২৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জাবেদ। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয় আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার পর, ২০২৪ সালের আগস্টে।
২০২৫ সালের ১৭ এপ্রিল ২০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি তদন্ত করছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান।
এই দম্পতির বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যে: ৩৪৩টি স্থাবর সম্পত্তি, সংযুক্ত আরব আমিরাতে: ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে: ৯টি স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া, ২০২৪ সালের ৫ মার্চ আদালত তাদের ৩৯টি ব্যাংক হিসাব (মোট স্থিতি: ৫ কোটি ২৬ লাখ টাকা), ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দেন।
তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় একই বছরের ৭ অক্টোবর।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই মন্ত্রী ও তার স্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং বেশ কিছুদিন ধরেই আত্মগোপনে রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতেই আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে রেড নোটিশ জারি করা হচ্ছে।