জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হকের আসনে দুই স্বতন্ত্র প্রার্থী এক হয়ে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে ইসলামপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস.এম শাহিনুজ্জামান শাহিন হকের নির্বাচনী সমাবেশে গিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া সমর্থন জানান।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া বলেন, আমি কাঁচি প্রতীকের প্রার্থী শাহিনুজ্জামান শাহিন হককে সমর্থন করছি, আমি এবং আমার কর্মী সমর্থকেরা সবাই এখন থেকে তার নির্বাচন করবো।
জামালপুর-২ আসনে এবার ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকার ফরিদুল হক খান দুলাল ও কাঁচির শাহীনুজ্জামান, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক, ট্রাক প্রতীকে মো. শাহাজাহান আলী মণ্ডল, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ এবং সোনালি আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির প্রার্থী মো. হোসেন রেজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় থাকলেও শাহাজাহান আলী মণ্ডল ও হোসেন রেজার তেমন কোনো প্রচারণা নেই। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হকের সঙ্গে পাল্লা দিয়ে শাহীনুজ্জামান ও মোস্তফা আল মাহমুদ সমানতালে প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, নির্বাচনে বিএনপি না থাকায় টানা তিনবারের সংসদ সদস্য ফরিদুল হক খান এবার সুবিধাজনক অবস্থানে থাকার কথা ছিল। তবে ‘হেভিওয়েট’ স্বতন্ত্র প্রার্থীর কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ নেতা এস.এম শাহীনুজ্জামান। দলীয় মনোনয়নের জন্য অনেক আগে থেকেই নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, সভা, সমাবেশ ও উঠান বৈঠক করেছেন। এর মধ্যেই আজ স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জিয়াউল হক জিয়া কাঁচি প্রতীকের সঙ্গে হাত মিলিয়ে সমর্থন দিয়েছেন।