শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী ‘রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে’ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বললেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ দেশে ভ্যাট নিবন্ধনের আওতায় পৌনে ৮ লাখ প্রতিষ্ঠান দেশের প্রধানমন্ত্রী হয়েও নিজেই আতিথেয়তা করেন খালেদা জিয়া : হামিন আহমেদ প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে তারেক রহমানের ধন্যবাদ মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন সময়সূচি ঘোষণা শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ‘আজই এনআইডি পাবেন তারেক রহমান’

‘ন্যায়বিচার পেয়েছি’, জামিন পেয়ে মন্তব্য পরীমণির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে রবিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ঢাকার আদালত। সোমবার সেই আদালতেই আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি। বাংলাদেশের এই অভিনেত্রীর দাবি, শুধুমাত্র তাঁকে দমিয়ে রাখার জন্যই মিথ্যা মামলা করা হয়েছিল। তবে, সত্যের জয় হবে এবং তিনি আদালতে ন্যায়বিচার পাবেন বলে দাবি করেছেন পরীমণি।

২০২১ সালে ঢাকার উত্তরায় বোট ক্লাবে বিবাদের জেরে ব্যবসায়ী ও ওই ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন পরীমণি। তাঁকে ধর্ষণ এবং হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমণি। নাসিরকে গ্রেপ্তার করা হলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ। ওই বছরের ৬ জুলাই পরীমণি-সহ তিনজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন নাসির। তিনি এই নায়িকার বিরুদ্ধে মারধর, ভাঙচুর এবং হত্যা চেষ্টার মামলা করেন।

রবিবার ওই মামলায় চার্জশিট গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, পরীমণি হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়। আইনিভাবেই পুরো বিষয়টি মোকাবিলা করার কথাও জানিয়েছিলেন পরীমণি। এও জানান, শারীরিক অসুস্থার কারণে তিনি আদালতে হাজির থাকতে পারেননি।

সোমবার ঢাকা আদালতে পরীমণি আত্মসমর্পণ করেন। তাঁর জামিনের জন্য আবেদন করাও হয়েছিল। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদ জুনাইদের আদালত এই জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

জানা গিয়েছে, আদালত তাঁর জামিন মঞ্জুর করার পরে আনন্দে কেঁদে ফেলেন পরীমণি। তাঁর দাবি, তিনি মামলা করার পরে, তাঁকে দমানোর জন্যই পাল্টা মামলা দায়ের করা হয়। পরীমণি বলেন, ‘চার বছর আগের ঘটনা। সুবিচারের আশায় আমি অনেকের কাছে গিয়েছিলাম। দরজায় দরজায় ঘোরার পরই আদালতে মামলা করি। আমি এখানে আশাহত হতে চাই না। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমার আশা আমি ন্যায়বিচার পাব। সত্যের জয় হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর