রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো, তুউলা, কালুগা এবং ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর তাসের।
খবরে বলা হয়, মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর কিয়েব সরকারের প্রচেষ্টা রোববার মস্কোর প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ করে দিয়েছে।
মন্ত্রণারয়ের বিবৃতিতে বলা হয়, অন-ডিউটিতে থাকা রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মস্কো, তউুলা, কালুগা এবং ব্রায়ানস্কের আকাশসীমায় ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে।
ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন, এ অঞ্চলে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এরআগে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীতে ইউক্রেনের একটি বড় ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে। তারা পার্শ্ববর্তী আরো তিনটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে।