গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার (২২ জুলাই) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, ‘সহিংস ঘটনার সাথে যারা জড়িত কেবল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি।’
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আজ সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে যান। সেখানে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান,
প্রসঙ্গত, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের হামলা, পরে সংঘর্ষ ও গুলির ঘটনা হয়। অবশ্য এনসিপির এই কর্মসূচিকে ফেসবুকে দলটির নেতাদের কেউ কেউ ‘মার্চ টু গোপালগঞ্জ’ বলেছিলেন। হামলা, সংঘর্ষ ও গুলির ঘটনায় ৫ জন নিহত হয়।