মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় রোববার বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ২৪ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে : আসিফ মাহমুদ পহেলা জুন প্রাথমিকের আরো পাঁচটি দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন শপথ অনুষ্ঠানের ব্যবস্থা না করলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক নারীকে লাথি মারা যুবকের শাস্তি চাইলেন শিশির মনির ‘সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়’ ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি: আপিল বিভাগ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা এক ঘণ্টার কর্মবিরতিতে সচিবালয়ের কর্মচারীরা আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা উত্তরা থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার আগামী নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে: তারেক রহমান ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

জান্নাতুল নাঈমের তিনটি প্রেমের কবিতা

সাহিত্য ডেস্ক
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

আমি তোমার নিজস্ব লেখক

তুমি পুরো পৃথিবীর কবি
আমি তোমার নিজস্ব কবি
আমার সব গোপনীয়তায় তোমার প্রকাশ করেছি
গোপনীয় কান্নায় গভীরতায় তোমায় লিখেছি
যে কবিতার মর্ম তুমি একাই বোঝো।

তুমি পুরো পৃথিবীর গল্পকার
আমি তোমার নিজস্ব গল্পকার
কাহিনির প্রতিটি সংলাপে তোমার কথা লিখি
গভীর ব্যথায় তোমায় নিয়ে লিখেছি
যেই গল্পের প্রেক্ষাপট কেবলই তুমি জানো।

তুমি পুরো পৃথিবীর গবেষক
আমি তোমার নিজস্ব গোপনীয় গবেষক
আমি পুরো তোমাকে পর্যবেক্ষণ করি
তারপর নিজস্ব প্রতিবেদনে কেবলই তোমায় লিখি
সেই প্রতিবেদন তুমি গোপনে জমাও।

তুমি পুরো পৃথিবীর লেখক
আমি কেবলই তোমার নিজস্ব লেখক।

****

জেনে রেখো

যতদূরে যাও জেনে রেখো
তোমার ছায়া আজও আমি রোদ্দুরে দেখি
ঝলসানো হৃদয়ে তোমার শরীর দেখি
ভালোবাসায় এত রোদ্দুর জানলে,
আমি তোমার প্রেমে পড়তাম না।

যতদূরে থাকো ভেবে নিয়ো
তোমার মায়া আমার মস্ত বুকে আসন পেতেছে
আমি সন্তর্পনে কতবার সরিয়েছি
এমন করে গোপনে দুঃখ দেবে জানলে,
ভালোবাসি তোমায় জানাতাম না।

****

শুধু তোমার জন্যই

তুমি শুধু জানো আমি ভীষণভাবে আহত
শুধু তোমার জন্যই—
আমার মাথার ওপরে মস্ত আকাশ
জানো তো সেখানে মেঘের বাড়ি হয়েছে
বুকের ভেতর রক্তে রঞ্জিত ভালোবাসার ফুল ফুটেছে
চোখের জলে একটা জলে ভাসা প্রেম পদ্ম পুকুর হয়েছে
অন্ধকারে রোজ আমি ভুল পথে হাঁটি
শুধু তোমার জন্য—
শুধু তোমার জন্য আলোর মাঝেও আঁধার দেখি।

তুমি শুধু জানো আমি তো তোমার জন্য ব্যাকুল
শুধু তোমার জন্য—
আমার পায়ের নিচে বিশাল পৃথিবী
হাজার হাজার মানুষ পৃথিবীজুড়ে আছে
অথচ আমার কেবলই তোমাকে ভালো লাগে
তোমাকে গভীরভাবে চাইতে গিয়ে,
তোমার প্রত্যাখানে চির দুঃখী হয়ে গেলাম
শুধু তোমার জন্য—
এত বড় পৃথিবীতে আমি একা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর