প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার মস্কো থেকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় তিনি ওই অভিনন্দন জানান।পুতিন লিখেছেন, ঐতিহ্যগতভাবেই বন্ধুত্বের চেতনায় রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাচ্ছে। তিনি আশা করেন, সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনার ভূমিকা বাংলাদেশ-রাশিয়া গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে ভূমিকা রাখবে।