মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিখোঁজের ১দিন পর ধর্ষণের পর হত্যা, মিললো লাশ মসজিদের দুতলায়! জুলাইয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে : সালাহউদ্দিন আহমদ অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা ভুল ছিল: প্রেস সচিব নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয় ৫ আগস্ট দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করেছেন খামেনি অপরাধী যত বড়ই হোক, ‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয় : রিজভী ‘মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা’ ‘এখন আর যুদ্ধবিরতির প্রস্তাবের প্রয়োজন নেই’ ইরানের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন : উপদেষ্টা ফারুক-ই-আজম ইরান ও ইসরাইলের মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা আজ থেকে চালু হচ্ছে গুগল পে, থাকছে যেসব সুবিধা

সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখতে নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখা প্রসঙ্গে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ‘অত্র কোর্টের ইহা গোচরীভূত হয়েছে যে, শুক্র/শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেফতার/আটক করার পর আটককারী কর্তৃপক্ষ কর্তৃক শিশুদের-কে সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু সোপর্দকৃত শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের আইনগত এখতিয়ার না থাকায় উক্তরূপ সোপর্দকৃত শিশুদের গ্রহণ ও তাদের বিষয়ে যে কোনো আদেশ/সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ অপারগতা প্রকাশ করে থাকে।’

এ বাস্তবতার আলোকে সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখা বিষয়ে নির্দেশনা প্রদান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে, শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) এবং মো. হৃদয় বনাম রাষ্ট্র মোকদ্দমায় হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারি কার্যদিবসের ন্যায় সাপ্তাহিকসহ অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) হেফাজত এবং আটককৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যে কোন দরখাস্ত শিশু আদালতের দায়িত্ব প্রাপ্ত বিচারক আদালতে সরেজমিনে উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এর বিধিবিধান অনুসরণ করে শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে। সরকারি কার্যদিবসের ন্যায় ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশু (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) বা আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর জবানবন্দি দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন। আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/ সংবাদদাতা/ সাক্ষী) জবানবন্দি রেকর্ড প্রযোজ্য ক্ষেত্রে তাদের জিম্মা, হেফাজতসহ অন্য যে কোন বিষয়ে সিদ্ধান্ত প্রদান এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু-কে আটক/গ্রেফতারের পর পুলিশ কর্তৃক জামিন প্রদান না করা হলে উক্তরূপ শিশুর জবানবন্দি রেকর্ড, তার বয়স নির্ধারণ, রিমান্ড, নিরাপদ হেফাজতসহ যে কোন বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি কার্যদিবসের ন্যায় সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও অভিযুক্ত/আটককৃত শিশুকে সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন করবে।

আইনের সংস্পর্শে আসা শিশু ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের হেফাজত, জামিন, রিমান্ড, বয়স নির্ধারণসহ যে কোন অন্তর্বর্তী বিষয়ে সরকারি কার্যদিবসের ন্যায় সরকারি ছুটির দিনগুলোতেও সংশ্লিষ্ট শিশু আদালত শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮), মো: হৃদয় বনাম রাষ্ট্র মামলার নির্দেশনাসহ এই বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক নিষ্পত্তি করবে। শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) এর বর্তমান অস্পষ্টতা ও অসংগতি দূরীকরণার্থে শিশু আইন সংশোধন কিংবা সর্বোচ্চ আদালত কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনাবলি কার্যকর/বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর