সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসরায়েলের সেনাবাহিনীতে জেঁকে বসেছে যুদ্ধাপরাধের বিচারের ভয় চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার সচিবালয়ে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, তদন্ত কমিটি গঠন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন বেগম খালেদা জিয়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার দেশের অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো থামেনি : জামায়াত সেক্রেটারি নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে : প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের রাজনীতি দূষিত হয়ে গিয়েছিল : আবুল কাসেম ফজলুল হক তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল ‘হাশ মানি’ মামলায় অভিষেকের আগে ট্রাম্পকে সাজা ৪৩তম বিসিএস : পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন ২২৭ জন

সিসিক নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৮:২৮ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন আগামীকাল বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মহানগরীর সকল কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে সিসিক নির্বাচনের সরঞ্জামাদি নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিতরণ কার্যক্রম শুরু হয়, পরে সেসব সামগ্রী ভোট কেন্দ্রে নেওয়া শুরু হয়।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির এসব তথ্য জানিয়ে বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট এবং পুরো নির্বাচনী এলাকায় ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, সুষ্ঠ্ভুাবে সিসিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মাঠে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ৫১টি মোবাইল টিম, ১৫টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি রিজার্ভ ফোর্স এবং প্রত্যেক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোর্স থাকবে।

সিলেট সিটি করপোরেশনে এরআগে ২৭টি ওয়ার্ড থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নিয়ে এবার মোট ৪২টি ওয়ার্ড রয়েছে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গেও ভোটার রয়েছেন ৬ জন।

আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

এবার ৪২টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে হয়েছে ১৯০টি এবং ভোট কক্ষ ১ হাজার ৩৬৭টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর