লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।
শুক্রবার (১৪ জুন) সকালে ১৭নং ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপহার হিসেবে গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
এসময় ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান। আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইাসান রনি, ট্যাগ অফিসার সকল ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদ-উল-আযহা উপলক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২ হাজার ৭৮০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।