গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।
রোববার (৪জানুয়ারি) সকালে উপজেলার সফিপুর দোকানপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
শ্রমিক ও পুলিশ সূত্র জানা যায়, বিগত ২০২৫ সালের তিন মাসের বেতন গত ৩১ ডিসেম্বর পরিশোধ করার কথা ছিল। কারখানা কতৃপক্ষ বেতন পরিশোধ না করে ওই দিন রাতে কারখানার মুল ফটকে তিনদিনের বন্ধের নোটিস ঝুলিয়ে দেয় কারখানা কতৃপক্ষ।
এদিকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধের কথা থাকলেও ফের তিন বাড়িয়ে ৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বৃদ্ধি করা। বকেয়া বেতন এর জন্য শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মোৗচাক ফাঁড়ি পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।
কারখানার শ্রমিক পলাশ আহমেদ, গোলাম রব্বানী ও রোবিনা বেগম জানায়, আমাদের তিন মাস ধরে বেতন দেয়না। আমরা পরিবার পরিজন নিয়ে সমস্যায় আছি। তাছাড়া বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে না পারায় বাড়ি ছেড়ে দিতে হুমকি দিচ্ছে। দোকানদারা আর বাকি দিতে চাচ্ছে না। তিন মাস ধরে বেতন পাইনা আমাদের সংসার কিভাবে চলো।
কারখানার এডমিন ম্যানেজার আবু তালেব বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ এখনো বেতনের টাকা ব্যবস্থা করতে পারেনি। এজন্য ৬ তারিখ পর্যন্ত কারখানা ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যেই টাকার ব্যবস্থা হয়ে যাবে। এখন আমাদের মূল প্রোকাশন বন্ধ রয়েছে কোন অর্ডার নেই।
মৌচাক ফাঁড়ি পুলিশের ইনর্চাজ শামিম হোসেন বলেন, ‘মহাসড়কে অবরোধ খবর পেয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।’