ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
রোববার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রতিবেদনে জানা গেছে, প্রিয়া কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসার পরও শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি।
১৯৮৭ সালের ২৩ এপ্রিল মহারাষ্ট্রে জন্ম নেওয়া প্রিয়া ২০০৬ সালে মারাঠি ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেন। পরবর্তীতে হিন্দি ধারাবাহিকে অভিনয় করে তিনি বিশেষ পরিচিতি পান।
তার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে ‘পবিত্র রিশতা’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরণ’ ও ‘ভাগে রে মন’। প্রিয়া ছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবেও পরিচিত।