মাদারীপুরের শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ আরিফ খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ খান বাগেরহাট সদর থানার গোবরদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে আজ দুপুরে পুলিশের একটি দল পাঁচ্চর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। এসময় বাগেরহাট থেকে ছেড়ে আসা একটি বাসে আরিফের কাছে থাকা চারটি ব্যাগ জব্দ করা হয়। সেই ব্যাগ থেকে ৮টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার আরিফের সঙ্গে থাকা একজন পালিয়ে যায়। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।