মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে পড়েছে।
এতে বাংলাদেশ সময় বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েন।
এক লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী, ৭০ হাজারের বেশি ইনস্টাগ্রাম অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া, ১২ হাজারের বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন।
অনেক ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের এক্স-হ্যান্ডলে লিখেছেন, এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গেলে বারবার লেখা আসছে ‘সামথিং ওয়েন্ট রং’।
তবে প্যার এক ঘন্টা পরে ফেসবুক মেসেঞ্জারে এক্সেস করা গেছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।