টানা চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জ যাবেন এবং রোববার (১৪ জানুয়ারি) ঢাকায় ফেরার কথা রয়েছে।
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ শেষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যরা তার সঙ্গে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করবেন।
এরআগে গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য। পার্লামেন্টে সংসদ সদস্য হিসেবে প্রথমে শপথ গ্রহণ করেন বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী। এরপর তিনি শেখ হাসিনাসহ অন্য সংসদ সদস্যদের একসঙ্গে শপথ বাক্য পাঠ করান। জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসেবে বিজয়ীরাও শপথ নিয়েছেন। এতে বাংলাদেশে দ্বাদশ সংসদ গঠিত হয়। এবারও সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে পঞ্চমবারের মতো সংসদ নেতা হলেন তিনি। একাদশ সংসদের মতো এবারও মতিয়া চৌধুরীকেই সংসদের উপনেতা হিসেবে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যরা। আর দ্বাদশ সংসদের চিফ হুইপ নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী।