ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন পূর্বাঞ্চলীয় ইউক্রেনের বাখমুত থেকে তাঁর বাহিনীর সেনাদের সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির কারণে বেশিসংখ্যক সেনা নিহত হচ্ছেন উল্লেখ করে এ হুমকি দিয়েছেন তিনি।
ভাগনার রাশিয়ায় একটি বেসরকারি সামরিক সংস্থা। তারা ভাড়ায় যোদ্ধা সরবরাহ করে। এই গ্রুপের সেনারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছেন। বিশেষ করে, ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর ঘিরে যুদ্ধে তৎপরতা দেখিয়েছেন প্রতিষ্ঠানটির হাজারো যোদ্ধা।