ঐতিহ্যবাহী সৈয়দটুলা তথা সরাইলে শিক্ষা ও সংস্কৃতিতে অবদান ও সাফল্যের এক যুগে পদার্পন করেছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল।
শনিবার সকালে বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন, সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রহমত হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা- পরিচালক বেলায়েত হোসেন মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের ১২জন শিক্ষক ও ১০ অভিভাবককে সম্মাননা প্রদান এবং বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মেধা তালিকার ৬৮জন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।