শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় কর্মসূচি মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর অনকোলজি প্রতিনিধি দলের বৈঠক কারো নির্দেশে আমরা কোনো হত্যা বা জোরপূর্বক গুমে জড়িত হব না : র‌্যাব ডিজি সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ শিক্ষার্থী হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ইনু দুদকের চেয়ারম্যান হলেন আবদুল মোমেন বাংলাদেশের বিরুদ্ধে কিছু দেশ থেকে পরিচালিত মিথ্যা প্রচারণা প্রতিরোধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারো সঙ্গে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান : পুলিশ সদর দফতর দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের কাগজপত্রসহ বৈধতা অর্জনের অনুরোধ সিরিয়ায় আসাদ যুগের অবসান শিগগির তারেক রহমান দেশে আসছেন, জানিয়েছেন মির্জা আব্বাস

আ.লীগ ও শরিকদের নিষিদ্ধে সিদ্ধান্ত হয়নি

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগসহ এর শরিক দলগুলোকে নিষিদ্ধের ব্যাপারে  উচ্চ আদালতে রিটের ঘোষণা এলেও সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অন্তর্বর্তী সরকার কেবল ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা জানানো হয়েছে। আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল সোমবার এসব তথ্য জানিয়েছে। রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তারা জানান, রাষ্ট্রপতি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গণভবনে আয়নাঘরের রেপ্লিকা থাকবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, মানবাধিকার সংগঠনগুলো যে তথ্য দিয়েছে, তার চেয়েও বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। গুম কমিশন পুরোদমে কাজ করছে বলেও জানানো হয়েছে।
আওয়ামী লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তী নির্দেশনা চেয়ে গতকাল সোমবার সুপ্রিম কোর্টে রিট আবেদন জমা পড়ে। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় রিট দুইটি ২৮৩ ও ২৮৪ নম্বর ক্রমিকে ছিল। বিকালে ফলের ঘরে দেখা যায়, রিট দুইটির বিষয়ে ‘আউট’ লেখা রয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী সংবাদমাধ্যমকে বলেছেন, রিট দুইটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অবশ্য আজ মঙ্গলবার হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও আরেক রিটকারী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) দুপুরে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে জানান, দুটি রিট করেছেন। দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই। এর কয়েক ঘণ্টার ব্যবধানে ভিন্ন তথ্য দেন রিটকারীদের অন্যতম সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা পরে বলেন, রিটের বিষয় কমপ্লিট (সম্পূর্ণ) করে কাল-পরশুর (মঙ্গল/বুধবার) মধ্যে তারা বিষয়টি গণমাধ্যমের সামনে নিয়ে আসবেন। সারজিসের বক্তব্যের অর্থ হচ্ছে, রিটের বিষয়টি এখনও সম্পূর্ণ হয়নি।
রিট নিয়ে মন্তব্য নয়: সোমবার রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিচারাধীন বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।
হাসিনাকে দেশে ফেরানো : গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে নতুন কোনো আলোচনা আছে কি না জানতে চাইলে এ বিষয়ে নতুন কোনো আপডেট নেই বলে জানান আরেক উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। আগের সংবাদ সম্মেলনের তথ্য উল্লেখ করে তিনি জানান, উপদেষ্টারা জানিয়েছেন সরকার যথোপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেবে।
হাসিনার নামে ছড়িয়ে পড়া অডিওর সত্যতা : ফেসবুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অডিও ফাঁসের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অডিও রেকর্ড বা অডিও ফাইলের বিষয়ে আসলে ফরেনসিক আমরা না দেখে বলতে পারব না। ফরেনসিক ইনভেস্টিগেশন খুবই টাফ। অনেক সময় ডিপ ফেকের মাধ্যমে আপনার কণ্ঠ হুবহু নকল করা যায়। সেই জায়গায় আসলে এটি যে অথেনটিক একটি অডিও কি না সেটা ট্রেস করা খুবই টাফ। সেটা না হলে এ বিষয়ে বলতে পারছি না।
রাষ্ট্রপতি অপসারণ প্রশ্ন: রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে আজাদ মজুমদার বলেন, রাষ্ট্রপতি বিষয়ে রাজনৈতিক একটি ঐকমত্য এলে সেই ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে উপদেষ্টা পরিষদ নিজেদের মধ্যে আলোচনা করছে, একটি রাজনৈতিক ঐকমত্যে আসার চেষ্টা চলছে। সবগুলো রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মধ্যেও আলোচনা চলছে। সার্বিকভাবে এখানে যারা আছেন, গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট যে পক্ষগুলো আছেন তারা সবাই আলোচনা করবেন এবং একটি ঐকমত্যের ভিত্তিতেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করি। সিদ্ধান্ত নেওয়া হলে আপনারা জানতে পারবেন।
রাষ্ট্রপতি ইস্যুতে অন্তর্বর্তী সরকার বিএনপির দিকে তাকিয়ে আছে কি নাÑএমন প্রশ্নে তিনি বলেন, সরকার সব রাজনৈতিক দলের সঙ্গেই একটি ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তে আসার চেষ্টা করছে।
বহু নিখোঁজের তথ্য, তৎপর গুম কমিশন : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশে কাজ করা মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে পাওয়া তথ্য মতে, যে লোকগুলো নিখোঁজ হয়েছে, তার চেয়েও আরও অনেক বেশি লোকের নিখোঁজের তথ্য পাওয়া যাচ্ছে। অনেক নিখোঁজের স্বজনরা এতদিন ভয়েও বলেননি যে, তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ আছেন। এসব তথ্য কমিশন পাচ্ছে এবং আমাদের (সরকার) জানাচ্ছে। শফিকুল আলম বলেন, গুম কমিশন পুরোদমে কাজ করছে। আয়নাঘরের নিখোঁজদের বিষয়ে কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছে। বাংলাদেশে কতগুলো আয়নাঘর ছিল, এটার স্ট্যাটাস কী, এগুলো নিয়ে তারা কাজ করছে। কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে পুরো চিত্র পাওয়া যাবে।
গুম হওয়া ব্যক্তি বা তাদের স্বজনদের সরকার কোনো সহায়তা করবে কি নাÑএমন প্রশ্নে তিনি বলেন, গুম তদন্ত কমিশনের সুপারিশের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেবে।
গণভবনে যাবে আয়নাঘরের রেপ্লিকা : উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা আদিলুর রহমান খানকে নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন, স্থাপত্যবিদদের সঙ্গে কথা বলে দ্রুত করা যায়। যাতে করে আয়নাঘরে যারা বন্দি ছিলেন, তাদের প্রতি কী ধরনের নির্যাতন হয়েছে, তা মানুষ এ জাদুঘর পরিদর্শন করলে জানতে পারবে।
এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, ৫ আগস্ট পরবর্তী আমরা দেখেছি রাষ্ট্রের নাগরিকদের একটি গোপন জায়গায় বন্দি করা হয়েছিল এবং তাদের দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছিল। এ নির্যাতনের সঙ্গে অনেকেই জড়িত, কারা সুস্পষ্টভাবে জড়িত সেটা গুম কমিশন তদন্ত করে বের করবে। এখনও কোনো বাহিনীকে আলাদা করে বিশেষভাবে চিহ্নিত করা হয়নি বা বিশেষ বাহিনীকে এককভাবে দায়ী করা হয়নি। একক দায়ী বা সমষ্টিগত দায়ীদের বিচারের আওতায় আনা হবে, সেটা বর্তমান সরকারের অঙ্গীকার।
আয়নাঘরের রেপ্লিকা বা জাদুঘর আর কোথাও হবে কি না এ রকম এক প্রশ্নে আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই মুহূর্তে মিউজিয়াম করার পরিকল্পনা শুধু গণভবন ঘিরেই। যেহেতু গণভবন ঘিরেই এই পরিকল্পনাটা করা হয়েছে, প্রধান উপদেষ্টা মনে করেছেন, সেখানে যদি এর একটা রেপ্লিকা রাখা হয়, ভবিষ্যৎ প্রজন্ম অনেকেই গণভবন দেখতে যাবে। গত ১৫ বছরের  নির্যাতন ও ধ্বংসযজ্ঞের একটি প্রতীক হিসেবে দাঁড়িয়ে গেছে, এই সিম্বল যখন দেখতে যাবে, তখন এই সময়টায় আরও যত নির্যাতন হয়েছে, এর মধ্যে সিক্রেট প্রিজন একটি বড় বিষয়, সেখানে যদি এটাকে সংযুক্ত করা যায়, তা হলে এই নির্যাতনের বিষয়ে আরও ভালোভাবে ভবিষ্যৎ প্রজন্মকে একটি বার্তা দেওয়া যাবে। এ জন্যই উনি আজ (গতকাল) নিজে থেকেই গণভবন পরিদর্শনকালে নির্দেশ দিয়েছেন, যাতে এখানে আয়নাঘরের একটি রেপ্লিকা রাখা হয়। যেসব স্থানে আয়নাঘর আছে, সেগুলোর ব্যাপারে আসলে কী হবে, সে ব্যাপারে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হয়নি।
তদন্ত শেষে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা : সম্প্রতি ডিসি নিয়োগ, বদলির ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে জনপ্রশাসন সচিবের সম্পৃক্ততার অভিযোগ ওঠা এবং তা তদন্তে সরকার গঠিত কমিটির প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এটার চূড়ান্ত প্রতিবেদন এখনও আমরা হাতে পাইনি। যেসব অভিযোগ উঠেছে সেগুলো ঠিক নাকি ফেক তা দেখার বিষয় আছে। ফরেনসিক তদন্তের ব্যাপার আছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে জানানো হবে।
সৌদি সহযোগিতার আশ্বাস: প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের লেখা চিঠি বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সোমবার হস্তান্তর করে জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ও নতুন বাংলাদেশ বিনির্মাণে সৌদি আরব সবধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছে। প্রধান উপদেষ্টাও বলেছেন, বাংলাদেশকে সহযোগিতা করার সুবর্ণ সুযোগ এখন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর