মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিখোঁজের ১দিন পর ধর্ষণের পর হত্যা, মিললো লাশ মসজিদের দুতলায়! জুলাইয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে : সালাহউদ্দিন আহমদ অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা ভুল ছিল: প্রেস সচিব নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয় ৫ আগস্ট দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করেছেন খামেনি অপরাধী যত বড়ই হোক, ‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয় : রিজভী ‘মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা’ ‘এখন আর যুদ্ধবিরতির প্রস্তাবের প্রয়োজন নেই’ ইরানের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন : উপদেষ্টা ফারুক-ই-আজম ইরান ও ইসরাইলের মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা আজ থেকে চালু হচ্ছে গুগল পে, থাকছে যেসব সুবিধা

নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার তুশি

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দিবাগত রাতে ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় রজনী আক্তার তুশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে উপস্থিত বিএনপি সমর্থকরা উত্তেজিত হয়ে তার দিকে জুতা ছুড়ে মারে এবং ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তুশি উত্তেজিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি থানায় যাব। আমাকে কেন মবের শিকার করা হলো?” পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছেন— এমন খবর পেয়ে একদল বিএনপি কর্মী ওই বাড়ি ঘিরে ফেলেন এবং তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্র জানায়, গত তিন মাস ধরে রুবেল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন রজনী আক্তার। পাশের বাড়ির এক আত্মীয়ের পরিচয়ের সুবাদে তিনি ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, “রজনী আক্তার তুশির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানাকে খবর দেওয়া হয়েছে, তারা এসে তাকে নিয়ে গিয়ে আইনগত ব্যবস্থা নেবে।”

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, “আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের মামলার ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর