বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের সেই ধারাকে অব্যাহত রাখতে, আরও বেগমান করতে ‘বারবার দরকার শেখ হাসিনার সরকার।’
গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে বাজিতপুর পৌর শহরের ঐতিহাসিক ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল, অহেতুক অবরোধ, সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শান্তি সমাবেশে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুব্রত পাল বলেন, বিএনপি-জামায়াতে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য ও সন্ত্রাস করছে। যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, যারা পুলিশ বাহিনীর সদস্যকে পিটিয়ে হত্যা করে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগুন দিয়েছে তাদের মোকাবিলা করতে হবে। রাজপথে থেকে তাদের প্রতিহত করতে হবে। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, সাংবিধানিক ধারাকে বানচাল করতে চায়, যারা আন্দোলনের নামে তৃতীয় শক্তিকে বাংলাদেশে আনতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়ে থাকবে। যে কারণে আজ শ্লোগান উঠেছে, শেখ হাসিনার সরকার বারবার দরকার, আওয়ামী লীগ সরকার বারবার দরকার।’
মঙ্গলবার বিকেলের আগেই শান্তি সমাবেশস্থলে পরিণত হয় জনসমুদ্রে। এ সময় উপস্থিত জনতার স্রোত আগামী নির্বাচনে ‘পরিবর্তনের’ জন্য স্লোগান দিতে থাকে।
সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শেখ নুরুন্নবী বাদল, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মাস্টার, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ফারুক আহম্মেদ, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রফিকুন্নবী সাথী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জ্বল প্রমুখ।