জনগণ যখন ফ্যাসিস্ট সরকার পতনের লক্ষ্যে রাস্তায় নামে, তখন কোনো শক্তিই সেই আন্দোলন দমিয়ে রাখতে পারে না— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, “পেছনে যত শক্তিই থাকুক না কেন, জনগণের জাগরণের সামনে কোনো শক্তিই টিকতে পারে না। রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টা থাকতে পারবে না।”
গয়েশ্বর চন্দ্র রায়ের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তিনি ইঙ্গিত করেন, সরকার যদি গণবিরোধী অবস্থানে থাকে এবং জনগণ রাস্তায় নামে, তাহলে তারা কতটা দুর্বল হয়ে পড়ে তা ইতিহাস বারবার প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ, এবং ফ্যাসিবাদবিরোধী এই আন্দোলনে জনগণই হবে প্রধান শক্তি।
এই বক্তব্যের মাধ্যমে গয়েশ্বর চন্দ্র রায় মূলত বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের বার্তা দিয়েছেন এবং ভবিষ্যতে বৃহত্তর গণআন্দোলনের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্র: ঢাকাপ্রকাশ