ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরফোজ আলী স্থানীয় মৃত ফুল মিয়ার ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত ফারুক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেওড়া গ্রামের মেঘুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দানা মিয়া ও শিপন গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। গত ১৫ নভেম্বর থেকে এ বিরোধকে কেন্দ্র করে কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ আলী টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।