দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের কাছে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য জাফর আলম। জেলা রিটানিং কর্মকর্তা শাহীন ইমরানের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, নানা উত্তাপ ছড়ালেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে চকরিয়া-পেকুয়া আসনের নির্বাচন।
তবে পৃথক অভিযোগের কারণে চরণদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল, দক্ষিণ ফুলছুড়ি প্রাথমিক বিদ্যালয়, মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এই তিন কেন্দ্রের ফলাফল ছাড়াই এই আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান তথা হাতঘড়ি প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তথা ট্রাক প্রতীকের জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট।