বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসি কোন রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে দাঁড়াতে চায় না : সিইসি শেখ হাসিনা ও ফ্যাসিবাদী দলের নেতাদের সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান রাজশাহীর ইউনিস্যাবের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম সম্পন্ন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলা’ প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা বিষয়ে প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন প্রাথমিকের শিক্ষক নিয়োগের কার্যক্রম বাতিলে হাইকোর্টের রায় সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কি না সজাগ থাকতে হবে : তারেক রহমান গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল শাসন ও বিচারবিভাগের সংস্কার প্রতিটি নাগরিককে স্পর্শ করবে : প্রধান উপদেষ্টা দেশকে ৪ প্রদেশে ভাগ ও ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় ছিল অমানবিক : হাইকোর্ট ব্রিটেনের আদলে স্বাস্থ্য ব্যবস্থা গড়ার রূপরেখা বিএনপির ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারের ওপর হামলা, আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসী রিয়াজ হোসেন ও তার মা জেসমিন বেগমসহ (৫১) ৩ জনকে পিটিয়ে-কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে মামলা কিংবা কোন অভিযোগ নিচ্ছে না পুলিশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভূক্তভোগী মালয়েশিয়া প্রবাসী রিয়াজ হোসেন সাংবাদিকদের বিষয়টি জানায়।

এদিকে হামলাকারী মাহাবুব হাছান রিপনদের পক্ষে বুধবার (৬ ডিসেম্বর) রাতে থানা পুলিশ মামলা নেওয়ায় আতঙ্ক রয়েছে ভূক্তভোগী পরিবার। রিপন রাজধানীর রমনা থানা কৃষকলীগের সভাপতি।

এর আগে বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের জুনুত গাজী বাড়িতে হামলার ঘটনা ঘটে।

আহত জেসমিন বেগম জুনুত গাজী বাড়ির মৃত মফিজ গাজির স্ত্রী। রিয়াজ তাদের বড় ছেলে। অপর আহত রিয়াজের দাদি নুরনাহার বেগম (৮৫)।

ভূক্তিভোগী পরিবার সূত্র জানায়, বাড়ির সামনেই পূর্ব গোপীনাথপুর জামে মসজিদ রয়েছে। অভিযুক্ত রিপন ওই মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী। বুধবার সকালে মসজিদের টয়লেটের ট্যাংকি পরিস্কার করে প্রবাসী রিয়াজদের ঘরের পাশে উম্মুক্ত স্থানে ফেলা হয়। এতে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়বে বলে রিয়াজ একটি গর্ত করে ময়লা মাটিচাপা দিতে বলে রিপনকে। এনিয়ে রিপন তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। সবার উপস্থিতিতে ঘটনাটি সমাধান হলেও পরে রিপন ও তার ভাই রাজু আহম্মেদসহ একদল লোক ধারালো অস্ত্র নিয়ে রিয়াজের পরিবারের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো দায়ের কোপে রিয়াজের মা জেসমিনের মাথায় রক্তাক্ত জখম হয়। এসময় রিয়াজ ও তার দাদিকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে আহত জেসমিনসহ অন্যদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রিয়াজ হোসেন বলেন, আমরা থানায় মামলা নিতে গেলে পুলিশ নেয়নি। কিন্তু থানা পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। এখন আমাদের ওপর ফের হামলার ভয় রয়েছে। আমরা এখন বাড়ি ছাড়া।

কৃষকলীগ নেতা মাহবুব হাছান রিপন বলেন, রিয়াজ আমাদের কাজে বাধা দিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমার ভাই রাজু বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমাদের বিরুদ্ধে রিয়াজদের অভিযোগ সত্য নয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, রিপনের ভাই একটি মামলা দায়ের করেছেন। অপরপক্ষও মামলা করতে এসেছেন। কিন্তু তাদের অভিযোগপত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। এতে তাদেরকে অভিযোগপত্র সংশোধন করে আসতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর